১. ঢাকা থেকে নগরকান্দা উপজেলা পরিষদ:
বাসে (গোল্ডেন লাইন):
ঢাকার সায়েদাবাদ অথবা গাবতলী বাসস্ট্যান্ড থেকে গোল্ডেন লাইন পরিবহনে করে সরাসরি ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়া যায়।
বাসে করে তালমা মোড় নামতে হবে। সেখান থেকে লোকাল বাস, সিএনজি বা অটো রিকশা করে সহজেই নগরকান্দা উপজেলা পরিষদে পৌঁছানো যায়।
ট্রেনে:
কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে ফরিদপুরের তালমা স্টেশন পর্যন্ত যাত্রা। তালমা স্টেশন থেকে সড়কপথে নগরকান্দা উপজেলা পরিষদের দূরত্ব ১০ কিলোমিটার। বাস, মাহেন্দো কিংবা অটো রিক্সায় করে উপজেলা পরিষদে পৌঁছাতে সময় লাগবে ১৫-২০ মিনিট।
প্রাইভেট গাড়িতে:
ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে ও ভাঙ্গা ফ্লাইওভার পেরিয়ে ভাঙ্গা হয়ে নগরকান্দা আসতে পারবেন।
সময় লাগবে আনুমানিক ২.৫-৩ ঘণ্টা।
---
২. ভাঙ্গা থেকে নগরকান্দা উপজেলা পরিষদ:
ভাঙ্গা মোড় থেকে নগরকান্দা উপজেলার দূরত্ব প্রায় ১৮-২০ কিমি।
লোকাল বাস, সিএনজি, মাইক্রোবাস বা অটো রিকশা সহজেই পাওয়া যায়।
ভ্রমণ সময় আনুমানিক ৩০-৪০ মিনিট।
---
৩. ফরিদপুর শহর থেকে নগরকান্দা:
ফরিদপুর শহর থেকে নগরকান্দা উপজেলায় আসা যায় লোকাল বাস, সিএনজি বা মাহেন্দ্র/অটোরিক্সায়।
সময় লাগবে প্রায় ৪৫ মিনিট।